“উত্তরের টান, উত্তরের মন” নিয়ে উত্তরবঙ্গ ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্টিত হল মেখলিগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৭শে জানুয়ারি ২০১৮: আজ মহাসমারোহে কুচবিহার জেলার মেখলিগঞ্জের উছলপুকুরি এলাকায় অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গের ভাওবইয়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠান৷ উত্তরের টান ভাওয়াইয়া গানে, উত্তর বঙ্গ জুড়ে গড়ে আদি সুরের টানে মুগ্ধ উতরের মানুষ৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ এস.ডি.ও শ্রী অপ্রতীম ঘোষ, শ্রী বি.ডি.ও শ্রী বিরূপাক্ষ মিত্র, এম.এল.এ শ্রী অর্ঘ্য রায় প্রধান, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কনভেনর শ্রী উদয় রায় সহ মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদেস্যরা৷ আজকের এই অনুষ্ঠানে ভীড় ছিল চোঁখে পরার মত৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ প্রত্যন্ত গ্রামগঞ্জের শিল্পীররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে জানা যায়৷ ভাওযাইয়া গান সহ লোক নিত্য ও সঙ্গীত বিষয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷ এম.এল.এ শ্রী অর্ঘ্য রায় প্রধান জানান “বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষ্টি ধরে রেখেছে, এর আগে আর কোন সরকার এমন কাজ করেনি”। রাজবংশী সম্প্রদায়ের ভাষায় তিনি তার বক্তাব্য তুলে ধরেন৷ অন্যদিকে, এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান দুদিন ব্যপী চলবে বলে জানা যায়৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)