কোচবিহার জেলার হলদিবাড়িতে অনুষ্ঠিত হলো লোক সংস্কৃতি উৎসব
স্বপন রায় বীর (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই হলদিবাড়ি ২৩শে জানুয়ারি ২০১৮: উত্তরে বুকে ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহম্মেদ এর স্মরণে আজ অনুষ্ঠিত হলো এক লোক সংস্কৃতি উৎসব৷ অনুষ্ঠিত হয় কোচবিহার এর হলদিবাড়িতে৷ হলদিবাড়ির তরুণ সংঘের পরিচালনায় উৎসব হয়ে ওঠে বর্ণাঢ্য৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অর্ঘ্য রায় প্রধান, সাংসদ শ্রী পার্থ প্রতিম রায় এবং মেখলিগঞ্জ তৃণমূল ব্লক কনভেনর শ্রী উদয় রায় সহ অন্যান্য বেক্তিরা৷ অনুষ্টানে বক্তব্য রাখেন সাংসদ পার্থ প্রথিতম, ব্লক কনভেনর উদয় রায়, এম.এল.এ শ্রী অর্ঘ্য রায় প্রধান সহ অনেকই৷ জানা যায় শিল্পীর স্মরণে পথে নামেন হলদিবাড়ি বাসি, উত্তরের বুকে অভিনব সৃষ্টির স্মরণে দেখা যায় বিশিষ্ট বেক্তি দেন৷ আয়োজিত এই অনুষ্ঠানে কোচবিহার এর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বহু শিল্পী৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)