ইসলামপুর মহকুমায় এসএসকে সহায়ক সহায়িকাদের নিয়োগপত্র প্রদানের প্রক্রিয়া শুরু
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৪ই জানুয়ারি ২০১৮: দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক ও সহায়িকারা নিয়োগ পত্র পায়নি। বাম আমলে এই বিষয়টি অবহেলিত থেকেই গেছে। তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে নিয়োগ পত্র দেওয়া শুরু হল। রবিবার ইসলামপুর নেতাজী সুভাষ মঞ্চে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এভাবেই এই প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। রবিবার ইসলামপুর মহকুমার করণদীঘি, চোপড়া ও গোয়ালপোখর সহ পাঁচটি ব্লকের দুইশ পঞ্চাশ জন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের নিয়োগ পত্র প্রদান করা হয়।পরবর্তীতে ব্লক থেকে আরও বাকি যারা রয়েছে তাদের নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এক দশকেরও বেশি সময় ধরে কাজ করলেও ওই সহায়িকাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তারা এই নিয়োগ পত্রের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল। অবশেষে রায়গঞ্জের পর এদিন ইসলামপুর মহকুমার পাঁচটি ব্লকের শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের নিয়াগ পত্র দেওয়ায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো তারা। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী কানাইলাল আগরওয়াল, মহকুমা শাসক শ্রী শেরিং ওয়াই ভুটিয়া প্রমুখ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)