তৃনমূলের মহামিছিলের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনী ডঙ্কা বাজালেন রবিন্দ্রনাথ
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৫ই জানুয়ারি ২০১৮: গোষ্ঠী কোন্দলে জেরবার কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস, বারবার জেলার বিভিন্ন প্রান্থে গোষ্ঠী সংঘর্ষ ও দলীয় কোন্দলে অস্বস্থিতে পরতে হয় জেলা সভাপতিকে। আজ “মহা মিছিল” করে আবারো প্রমান করলেন, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের শেষ কথা যিনি বলেন, তিনি জেলা সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কেন্দ্রীয় সরকারের এফ.আর.ডি.আই ও জি.এস.টি বিলের প্রতিবাদে আজ কোচবিহারের রাজপথে মহামিছিলের নেতৃত্ব দেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলার সর্বস্তরের নেতৃত্ব সহ মিছিলে অংশ নেন প্রায় ৫০০০০ এর অধিক তৃনমূল কর্মী সমর্থক। এদিন দলীয় দপ্তর থেকে মিছিল শুরু হলেও মিছিলের শেষভাগ অনেকের চোখে পরেনি। ইতিপূর্বে কোচবিহার জেলায় এই সুবিশাল মিছিল কবে হয়েছে তা মনে করা কঠিন বলে মেনে নিচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই। পঞ্চায়েত নির্বাচনের মুখে রবীন্দ্রনাথ ঘোষ এর নেতৃত্বে এদিনের “মহা মিছিল” বিজেপি সহ বিরোধীদের যে কয়েকশো মাইল দুরে ঠেলে দিলো তা কার্যত বুঝে গেল বিরোধী দল গুলো।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)