ইসলামপুর এস.ডি.এস.এ’র ক্রিকেট লীগের সেমিফাইনালে জাগরণী সংঘ ও নেতাজী সংঘ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২রা জানুয়ারি ২০১৮: ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার স্থানীয় কোর্ট ময়দান দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর মেলামাঠ বনাম নেতাজী সংঘ এবং জাগরণী সংঘ বনাম ইয়ংম্যান গ্রেস ক্লাব। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৭.১ ওভারে সব উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করে রবীন্দ্রনগর মেলামাঠ। জবাবে ব্যাট করতে নেমে ১২.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয় নেতাজী সংঘ। ৯ উইকেটে জয়ী হয় নেতাজী সংঘ। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যচে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে জাগরণী সংঘ। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় ইয়ংমেন গ্রেস ক্লাবের ইনিংস। মাত্র ৪ রানে জয়ী হয় জাগরণী সংঘ। আগামীকাল বুধবারের অপর দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে নব যুবক সংঘ এবং তার বিরুদ্ধে খেলবে প্রতাপ মেমোরিয়াল ক্লাব এবং আইডিয়াল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে মিলনপল্লী ইলেভেন স্টার।