কাজ হারানোয় আকাশবাণীর ঘোষক – ঘোষিকারা প্রতিবাদ অবস্থান করলেন শিলিগুড়িতে
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি, ১৮ই ডিসেম্বর ২০১৭: আকাশবাণী শিলিগুড়ির স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের ফলে ২৫ জন ক্যাজুয়াল ঘোষক – ঘোষিকারা তাদের কাজ হারায়। আজ তারা সংবাদ মাধ্যমকে জানান যে গত ২৪শে জুন আকাশবাণী শিলিগুড়ির স্থানীয় প্রশাসন, প্রসার ভারতির নির্দেশিত সিলেবাস কে উপেক্ষা করে নিয়মবহির্ভূত ভাবে একটি জেনেরাল নলেজের ওপর অবজেক্টেটিভ টাইপ টেস্ট পরীক্ষা নইলে ২৫ জন ক্যাজুয়াল ঘোষক – ঘোষিকা তাদের কাজ হারান। এঁরা অনেকদিন ধরে কাজ করছিলেন এবং আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রকে বিভিন্ন সময়ে তাদের কাজের মাধ্যমে সাহায্য করছিলেন। অকৃতকার্য হওয়ার ফলে তাদের বুকিং তথা অ্যাসাইনমেন্ট বন্ধ করে দেওয়া হয়। তারা এও বলেন যে এই ক্যাজুয়াল ঘোষক – ঘোষিকার পদে যোগদান করবার সময়ে শুহ্ম প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অডিশন দিয়ে নেওয়া হয়। কিন্তু আবার রি-স্ক্রিনিং টেস্টে এইবার এই কাজের ওপর পরীক্ষার বদলে ভিন্ন ধরনের পরীক্ষা নেওয়ায় ২৫ জন ক্যাজুয়াল ঘোষক – ঘোষিকা অকৃতকার্য (পাশ করার নম্বর ৫০%) হয়। আকাশবাণীর অনেক কেন্দ্রের ঘোষক – ঘোষিকারা এই বিষয়ে মামলা করে এবং পরবর্তীতে কিছু ক্ষেত্রে কোর্ট থেকে স্টে-অর্ডার পায়। যদিও এক্ষেত্রে স্থানীয় আকাশবানীর কতৃপক্ষ আশ্বাস দেওয়াতে ক্যাজুয়াল ঘোষক – ঘোষিকারা মামলার পথে যায়নি এবং তারা রি-স্ক্রিনিং টেস্টে বসেন এবং পরবর্তীতে অকৃতকার্য হন। এরপর থেকে স্থানীয় আকাশবানীর কতৃপক্ষের কাছে ঘোষক – ঘোষিকারা পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কোন কাজ হয়নি। আজ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের ঘোষক – ঘোষিকারা জানান যে বর্তমানে কাজ হারানোয় অনেকে আর্থিক অনটনে পড়েছেন, কারন অনেকের এটাই একমাত্র রোজগারের পথ ছিল। আজ এক অবস্থানের মাধ্যমে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের ঘোষক – ঘোষিকারা অফিসের সামনে তাদের নতুন করে পুনর্বহাল করার এবং প্রসার ভারতির নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী রি-স্ক্রিনিং টেস্ট বলবত করার দাবি জানায়। এই উপলক্ষে তারা এ.এস.ডি, এ.আই.আর শিলিগুড়ি এবং ডি.জি এ.আই.আর দিল্লী কে এই বিষয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বলেন। এই বিষয়ে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।