শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ‘আজকের অনুভব পরিবারের’ সাধারণ সভা ও সাহিত্যানুষ্ঠান

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই ডিসেম্বর, ২০১৮: অজস্র শব্দ কথা আর সংস্কৃতির আবহ যেন মিলিয়ে দিল দুই রাজ্যকে। পশ্চিম বঙ্গ ও ছত্রিশগড়ের কবি, শিল্পী ও কলাকুশলী সমন্বয়ে আক্ষরিক অর্থেই যেন প্রাণবন্ত হয়ে উঠলো এই উৎসব সমারোহ। রবিবার আজকের অনুভব পরিবারের উত্তরবঙ্গ শাখার সাহিত্য সংস্কৃতি বিভাগের সপ্তম বার্ষিক সাধারণ সভা ও সাহিত্যানুষ্ঠানে এমনই অনুভব খুঁজে পাওয়া গেল। প্রধান নগরের মার্গারেট ইংলিশ স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গ রত্ব ডঃ আনন্দ গোপাল ঘোষ সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ঐক্যতান শিল্পী গোষ্ঠী। শিলিগুড়ি শাখার সম্পাদক রঞ্জন সাহার স্বাগত ভাষণের পর সংস্থার তরফে সারস্বতঃ সম্মান তুলে দেওয়া হয় ডঃ গৌর মোহন রায়,আরতি চন্দকে।উত্তরবঙ্গের লিটিল ম্যাগাজিন নিয়ে এবং পত্রিকার সম্পাদকদের নিয়ে এবার কলম ধরতে বললেন ডঃ গৌর মোহন রায়।ছত্রিশ গড় ও ভিলাইয়ের সাহিত্য ভাবনা ও তার সমস্যাকে তুলে ধরেন বঙ্গীয় সাহিত্য সংসদের সম্পাদক ও ছত্তিশগড় বাংলা একাডেমির সদস্য আরতি চন্দ।সৃজনশীল সাহিত্যর প্রেক্ষাপট বর্ণনা করেন তিনি। দ্বিতীয় পর্ব শুরু হয় গোপা দাসের উদ্বোধনী সংগীতের মাধ্যমে।কবিতা পাঠে অংশ নেন প্রায় পঞ্চাশ জন কবি। সাহিত্য কেন্দ্রীক আলোচনায় অংশ নেন ড.রতন বিশ্বাস, ডঃ বাসুদেব রায়, ডঃ প্রকাশ অধিকারী, সংস্থার উত্তরবঙ্গ শাখার সভাপতি ক্ষিতিশ মুখার্জী, সম্পাদক রঞ্জন সাহা, কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ বাসুদেব রায়, কবি নিশিকান্ত সিনহা, কেন্দ্রীয় কমিটির অন্যতম কর্মকর্তা যদুনাথ মন্ডল, ফুলেশ্বরী নন্দিনীর সভাপতি সুহাস বসু প্রমুখ। এদিন পূর্ববর্তী সম্পাদক ও সভাপতিকে নিয়ে মোট সাত জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!