শহরের বুকে জন্ম নিল ‘হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) | টি.এন.আই শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে নভেম্বর ২০১৮: পর্যটন, আতিথেয়তা, পরিবহন এবং আঞ্চলিক সংযুক্ত শিল্পের নানান মহলের নেতৃত্ববৃন্দদের এক ছাতার তলায় আনার চেষ্টা প্রায় প্রত্যেকটি মহলের। চলতি বছরের অক্টোবর মাস থেকে দফায় দফায় বৈঠক ও ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে সকল নেতৃত্ববৃন্দের উপস্থিতি ও সম্মতিতে গঠিত হল “হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক”।

সোমবার শহর শিলিগুড়ির বুকে এইচ.এইচ.টি.ডি.এন -এর পক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে গঠন করা হল ৯জন সদস্যের উপদেষ্টা সমিতির। উপদেষ্টা সমিতির সদস্য নিম্নরূপ;
১. পি. কে. ডং (মুখ্য উপদেষ্টা)
২. সুপ্রতিম বসু
৩. এস. এন. প্রধান
৪. সুরেশ পেরিওয়াল
৫. কে. কে. গুরুং
৬. বিনীতা রাই
৭. প্রবীর সিংহ রায়
৮. শুধেন্দু ভট্টাচার্য্য
৯. পীযূষ ঘোষ (আইনী উপদেষ্টা)

এই দিন উপদেষ্টা সমিতির পাশাপাশি ২০জনের এক নির্বাহী সমিতিও গঠন করা হয়। নির্বাহী কমিটির সদস্য নিম্নরূপ;
১. সন্দীপ দাস (সভাপতি)
২. শুভাশিস চক্রবর্তী (বর্ষীয়ান সহ-সভাপতি)
৩. বিক্রম রাই (সহ-সভাপতি)
৪. সম্রাট সান্যাল (সাধারণ সম্পাদক)
৫. তাপস রায় (যুগ্ম সম্পাদক)
৬. জিতু গিরি (যুগ্ম সম্পাদক)
৭. শান্তনু চৌধুরী (কোষাধ্যক্ষ)
৮. রাজেশ কুমার শরফ (যুগ্ম কোষাধ্যক্ষ)
৯. তন্ময় গোস্বামী (সমন্বয়কারী)
১০. অমিত পেরিওয়াল (সদস্য)
১১. অভিজিৎ সেনগুপ্ত (সদস্য)
১২. তুষার ঘোষ (সদস্য)
১৩. প্রদীপ ডাকুয়া (সদস্য)
১৪. রাহুল রস্তগী (সদস্য)
১৫. সচিন মিত্রুকা (সদস্য)
১৬. ওসান লেপচা (সদস্য)
১৭. অজয় শাহ (সদস্য)
১৮. ডিজেল ফিপণ (সদস্য)
১৯. প্রেক্ষা শর্মা (সদস্যা)
২০. অমিত মিত্তাল (সদস্য)

এইচ.এইচ.টি.ডি.এন-এর সভাপতি শ্রী সন্দীপ দাস টি.এন.আই কে জানান, “সংস্থাটির মূল লক্ষ্য হল পর্যটন ও পরিবহন শিল্পের পরিধিকে বিস্তৃত করা। এদিনের আলোচনায় ৯জনের উপদেষ্টা সমিতির যেমন গঠন করা হয় তেমনই আমাদের এই উদ্দেশ্যেকে বৃহত্তর ও বিস্তৃত পরিসরে শক্তিশালী করার জন্য ২০জনের একটি নির্বাহী কমিটিরও গঠন করা হয়েছে। আমি গণমাধ্যমের প্রতি প্রতিনিধির কাছে কৃতজ্ঞ যে তাঁরা গন্তব্য এবং সেবা প্রচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করবার জন্য।”

ছবিঃ ইন্টারনেট

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!