বিভেদ পাকিয়ে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে টিএমসি – দিলীপ ঘোষ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ৫ই নভেম্বর, ২০১৮: উত্তরবঙ্গ সফরে এসে আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে আসেন বিজেপি রাজ্য সভাপতি শ্রী দিলিপ ঘোষ। আজ তিনি জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে এক কর্মী সভা করেন। এই কর্মী সভায় হাজির থাকেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি শ্রী গঙ্গা প্রসাদ শর্মা, জেলা অবসার্ভার শ্রী নিখিল রঞ্জন দে, শ্রী নিত্যানন্দ মুন্সী এবং আরও জেলা ও ব্লক স্তরের কর্মীবৃন্দ। এছারাও এই কর্মসূচিতে ধনীরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ৬ জন সদস্য সহ শতাধিক লোক বিজেপিতে যোগদান করেন। আজ জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন। সেটা আসামে গিয়ে টিএমসি প্রতিনিধিদের জঙ্গি হাতে মৃত পরিবারের সদস্যদের দেখা নিয়ে কিংবা ইসলামপুরের ছাত্র হত্যায় রাজ্য সরকারের সিবিআই তদন্ত না করতে দেওয়া অথবা সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের আগে ও পরে শতাধিক মানুষের মৃত্যুতে রাজ্য সরকারের চুপ থাকা সবই রয়েছে। তিনি বলেন – আসাম সরকার তৃনমূলীদের আসামে কোন রকম ঝামেলা পাকাতে দেবে না। তিনি আরও বলেন তৃনমূল এখন পাহাড়ে বিভেদ তৈরি করেছে, সারা পশ্চিম বঙ্গে হিন্দু মুসলমানদের বিভেদেও এরা সামিল, এখন দক্ষিণবঙ্গে নমঃসুদ্রদের ও সবর্ণদের সাথে বিভেদ তৈরির চক্রান্ত করছে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!