ভারতের জওয়ানের অন্যরকম বিজয়া পালন

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে অক্টোবর, ২০১৮: ভারতীয় সেনাবাহিনী কর্মরত ও সমাজসেবী শিলিগুড়ির ছেলে শ্রী শক্তি পাল অন্য পদ্ধতিতে বিজয়া দশমী উদযাপন করলেন জলপাইগুড়ি জেলার মোহিতনগরের নিকট অবস্থিত একটি বিকলাঙ্গ আশ্রমের শিশু ও বরিষ্ঠদের সাথে। পুজোয় প্রাপ্ত বোনাসের অর্থ দিয়ে তিনি দুঃস্থদের হাতে তুলে দিলেন শুকনো রেশন, খাবার, মিষ্টি ও নতুন বস্ত্র। শক্তি বাবু টি.এন.আইকে জানান, “পুজো মানেই খুশির মরশুম। সবার আনন্দ হবার অধিকার আছে। এনাদের কাছে একবার এসেছিলাম, সময় কাটিয়েছিলাম, তখনই মনস্থির করি এনাদের জন্য কিছু করার। এনাদের দেখার মানুষের সংখ্যা বেজায় কম। তাই এনাদের মুখে হাসি ফোটানোই ছিল আমার প্রধান উদ্দেশ্য।”

ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!