শিলিগুড়ি কুমারটুলিকে নিয়ে প্রথম সর্ট ফ্লিম পোটার্স পোয়েট্রিঃ অ্যা স্টোরি অফ্ কুমারটুলি

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৪ই অক্টোবর, ২০১৮: মায়ের আগমনের বার্তা যেমন সুখ প্রদান করে, আমরা আহ্লাদিত হয় পুজোর এই ৫দিন; ঠিক তেমনি মায়ের গমনও কিন্তু আমাদের কাছে যেমন কষ্টের তেমনি কুমারটুলির মৃৎশিল্পীদের কাছেও তা ততটাই বেদনার। ফ্লিমটিতে ঠিক এই তিনটি পর্যায়ের বিশ্লেষণ করা হয়েছে। মায়ের আগমনের উল্লাস, মৃৎশিল্পীদের তোড়জোড় কাজ তথা খাটুনি, পরিশেষে দুঃখ। এই ফ্লিমটির পূর্ণাঙ্গরূপে উপস্থাপনার জন্য শিলিগুড়ির কুমারটুলিতে বারংবার যেতে হয়েছে, তাদের থেকে জানতে হয়েছে নানান অজানা তথ্য। অগাষ্ট, ২০১৭ থেকে এই ফ্লিমটির পেছনে সবাই একনিষ্ঠ ভাবে লেগে পড়েছিল যাতে সঠিক সময়ে সবার সামনে তুলে ধরতে পারে। পোটার্স পোয়েট্রি, সর্ট ফ্লিমটির সম্পূর্ণতার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাঁরা হলেন;

  • নির্দেশনা/চলচ্চিত্রগ্রহণকারী: অভিজিৎ শীল
  • কাস্ট: প্রিয়াঙ্কা রায় চৌধুরী
  • সম্পাদনা: নবারুণ ভট্টাচার্য
  • মেকআপ: উৎপ্লব সেনগুপ্ত
  • শব্দধ্বনি: অভিজিৎ গাঙ্গুলী
  • কন্ঠ: দেবাশীষ ভট্টাচার্য্য ও মৌমিতা দাস

সর্ট ফ্লিমটির নির্দেশক, শ্রী অভিজিৎ শীল টি.এন.আইকে জানান, “আমরা কুমোরটুলির নানান না বলা কথা এই ছবিটির মাধ্যমে নিবেদন করতে চেয়েছি। একজন কুমোরের কতটা কষ্ট, রাত জাগা, না খেয়ে কাজ করার ফল এই মূর্তি যা আমরা বন্দনা করি। কিন্তু দশমীর দিনে মায়ের মূর্তির নিরঞ্জনের সাথে মৃৎশিল্পীদের খাটুনিও কোথায় যেন হাঁরিয়ে যায়, আবার আসছে বছরের অপেক্ষায়। আমার টিম এবং ক্রু প্রচুর পরিমাণে সাহায্য করেছে। প্রচন্ড পরিমানে কষ্ট করেছে। আশা রাখছি দর্শকদের ভালো লাগবে।”

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!