এই শারদীয়ায় ফালাকাটায় উদ্বোধন হল সংস্কৃতিমূলক “লহরী” পত্রিকার

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই অক্টোবর, ২০১৮: ফালাকাটার সঙ্গীত শিল্পীদের মঞ্চ শিল্পীচক্র। ১৯৭৪ থেকো ধারাবাহিক ভাবে জারী রেখেছে বিভিন্ন সুস্থ সংস্কৃতিমূলক ব‍্যক্তিগত মূলত দলগত সাঙ্গীতিক কর্মকান্ডের। গীতি আলেখ‍্য ও নৃত্যনাট্যের। কখনও বাঁধা মঞ্চে, কখনও প্রেক্ষাগৃহে আবার কখনও বা পথে পথে গান গেয়ে। মহালয়ার দিন পূণ‍্যসন্ধ‍্যায় শিল্পীচক্র এলো নতুন রূপে। প্রকাশিত হলো তাদের সমাজমনস্ক পত্রিকা “লহরী” ফালাকাটার ঐতিহ্যবাহী সংস্কৃতির​ পীঠস্থান সুভাষ পাঠাগারে। পত্রিকার​ উদ্বোধন করলেন বিশিষ্ট কবি – সাহিত‍্যিক সুগায়ক শ্রীবেনু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সত‍্যরঞ্জন নন্দী, বিশিষ্ট শিক্ষাবিদ তথা সাহিত‍্যিক ডঃ সুভাষ সেনগুপ্ত, ও বিশিষ্ট শিক্ষক তথা সংস্কৃতিপ্রেমী শ্রী অজিত দে সরকার। প্রত‍্যেকেই তাদের বক্তব্যে শিল্পীচক্রে এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পত্রিকার প্রকাশনাকে ধরে রাখার পাশাপাশি এর মান যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সেদিকে বিশেষ ভাবে দৃষ্টি দেবার জন্য আবেদন জানান। প্রত‍্যেকের বক্তব্যে অনুষ্ঠানটি একটি মনোজ্ঞ সাহিত‍্যসভায় উন্নীত হয়েছিল। সভায় পৌরহিত‍্য করেন শিল্পীচক্রের সভাপতি তথা বিশিষ্ট তবলাশিল্পী শ্রী শচীন দে, প্রতিষ্ঠাতা সদস্য। একটি সুন্দর সঙ্গীত সন্ধ্যার মধ‍্য দিয়ে এই পত্রিকা উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। শিল্পীচক্রের সভ‍্য/সভ‍্যা ছাড়াও আলিপুরদুয়ার থেকে আগত প্রতিথযশা সঙ্গীত শিল্পী শ্রী অনুমাধব সরকার তার গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন মাতিয়ে দেন‌। তার সাথে তবলা সংগতকারী শিল্পী শ্রী বিপ্লব দে তার বাজনায় সবার মনে গভীর ভাবে রেখাপাত করে। অনুষ্ঠান সঞ্চালনায় শ্রী দেবব্রত ঘোষ মুন্সিয়ানার পরিচয় দেন। এছাড়া শিল্পীচক্রের সম্পাদক শ্রী মিলন কুমার চক্রবর্তী ও লহরী পত্রিকার অন‍্যতম সম্পাদিকা শ্রীমতী বীথিকা কুন্ডু ভট্টাচার্য্য ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠান ঘিরে শিল্পীচক্রের সবার মনে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!