গয়েরকাটায় অন্তঃসত্ত্বা পঞ্চায়েত সদস্যার পেটে লাথি, অভিযুক্ত তৃনমূল, এলাকায় র‍্যাফ

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: এক নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকলো গয়েরকাটার সাকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েত। সংখ্যাগরিষ্ঠ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় আজ পঞ্চায়েত বোর্ড গঠনের সময় তাদের এক অন্তঃসত্ত্বা এই মহিলা সদস্যর পেটে লাথি মারে তৃনমূলের কিছু লোক এবং তার কাগজ কেড়ে নেয়। এর ফলে নির্বাচনের সময় গুরুতর অসুস্থ হয়ে পরে সেই সদস্য। নির্বাচনের ফলাফল অনুসারে মোট ২৭ টি আসনের মধ্যে ১৪ টি বিজেপি, ১২টি তৃনমূল ও ১ টি সিপিআই পেয়েছিল। বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও এদিন বোর্ড গঠনের সময় মোট ১৪ জন বিজয়ী সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেন। বিজেপির অভিজগের পরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। যদিও বানারহাট থানার পুলিশ আধিকারিকেরা বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বলেন বোর্ড গঠনের গোটা ঘটনাটিই তারা ভিডিও রেকর্ডিং করছেন। এই ঘটনার পরই বোর্ড গঠন প্রক্রিয়া বাতিলের দাবীতে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছায় ডি.এস.পি ক্রাইম জলপাইগুড়ি মানবেন্দ্র দাস, বানারহাট থানার আই.সি বিপুল সিনহা, ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার, নাগরাকাটার ওসি সৌকত ভদ্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। বোর্ড গঠনের খুশিতে তৃনমূল কর্মীরা মিছিল করতে চাইলে তাদের ও বাধা দেয় পুলিশ। বিজেপি ও তৃনমূল কর্মীদের মাঝে দাঁড়িয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য আলোচনা চালাতে থাকলেও প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে পুলিশ ও দুই রাজনৈতিক দলের সমর্থকদের অধিকাংশই রাস্তা ছেঁড়ে বাজারের বিভিন্ন দোকানে আশ্রয় নিলে, দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরাই একে ওপরের দিকে ইট পাটকেল ছুড়তে শুরু করে। ভিড় ছত্রভঙ্গ করে রাস্তা দিয়ে যান চলাচল চালু করে দেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত সংঘর্ষে জড়িত থাকার কারণে দুই পক্ষের মোট ১৮ জন কে পুলিশ গ্রেফতার করেছে। তৃনমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক গুড্ডু সিং বলেন এদিন সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্য এলাকার উন্নয়নের জন্য সতস্ফুর্ত ভাবে তৃনমূল কে সমর্থন করে। মনোজ টিগগা বলেন এদিনের ভোটাভুটির সময় বিজেপি এগিয়ে থাকায় শাসক দল সন্ত্রাস শুরু করে। ব্যালট পেপার কেড়ে নেয়, অন্তসত্বা মহিলার পেটে লাথি মারে। তিনি বলেন এই বিষয়ে তারা অভিযোগ জানাবেন। বিডিও ধূপগুড়ি রবিপ্রসাদ মিনা বলেন এদিন সাঁকোয়াঝোড়া পঞ্চায়েতে তৃনমূল বোর্ড গঠন করেছে, বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

ছবি ও ভিডিও: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!