সমাপন হলো উত্তরের দ্বি-বার্ষিক আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই সেপ্টেম্বর, ২০১৮: আজ শিলিগুড়ি ঋত্বিক নাট্যগোষ্ঠীর আয়োজনে চার দিন ব্যাপী দ্বি-বার্ষিক আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হল শহরের দীনবন্ধু মঞ্চে। মোট ১৬ টি বিদ্যালয় এবং ২৫০ জন উর্ধ্বে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল এই নাট্য প্রতিযোগিতায় এবং মনোরঞ্জন করেছিল দর্শকদের। গত সেপ্টেম্বর ৫, বুধবার; শিক্ষক দিবসের দিন এই নাট্য প্রতিযোগিতার শুভারম্ভ হয় উত্তরবঙ্গ পর্যটন মন্ত্রী মাননীয় গৌতম দেব মহাশয়ের হাত দিয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির নাম হল; শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুল, মার্গারেট (সিস্টার নিবেদিতা) ইংলিশ স্কুল, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, শ্রীগুরু বিদ্যা মন্দির, শিলিগুড়ি নেতাজি হাই স্কুল, রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল, সারদা বিদ্যামন্দির (উঃ মাঃ), ঘোগোমালি হাই স্কুল, শিলিগুড়ি হিন্দি বালিকা বিদ্যাপীঠ, বাল্মিকী বিদ্যাপীঠ, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, ডাঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুল, শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় এবং কৃষ্ণমায়া নেপালি মেমোরিয়াল হাই স্কুল। এদিন মঞ্চে বিচারকের ভূমিকায় ছিলেন, শ্রী সঞ্জীবন দত্ত রায়, প্রাক্তন অধ্যক্ষ, শিলিগুড়ি কলেজ; শ্রীমতি ভাস্বতী চক্রবর্তী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষাবিদ, শিলিগুড়ি; শ্রী পলক চক্রবর্তী নাট্য-নির্দেশক ও পরিচালক, উত্তাল নাট্যগোষ্ঠী, শিলিগুড়ি; কবি সমর চক্রবর্তী, অধ্যাপক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, শিলিগুড়ি।

এছাড়াও অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। কঠিন প্রতিদ্বন্দ্বীতা ও বিচারকদের নানান স্তরের চুল চেরা বিশ্লেষণের মধ্য দিয়ে যাঁরা সেরা সেরা শিরোপা পেল তাঁরা হল; তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় (তৃতীয়) – মেন্টরিং ও নাট্য নির্দেশনা ডঃ দেবাংশু শেখর দাস, ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুল (দ্বিতীয়) – মেন্টরিং ও নাট্য নির্দেশনা ডঃ বন্দনা গুপ্তা এবং শিলিগুড়ি নেতাজি হাই স্কুল (প্রথম) – মেন্টরিং ও নাট্য নির্দেশনা কৌশিক সেন। তবে ঋত্বিক নাট্যগোষ্ঠীর সম্পাদক শ্রী শাশ্বত রঞ্জন মৈত্র টি.এন.আই কে জানিয়েছেন “উপস্থিত দর্শকদের বিচারে কিন্তু সেরা শিলিগুড়ি হিন্দি বালিকা বিদ্যাপীঠ”। শিলিগুড়ির বিশিষ্ট শিক্ষক ডঃ দেবাংশু শেখর দাস টি.এন.আইকে জানান; শহরের বুকে এমন আয়োজন চমকপ্রদ। আমরা খুব উদ্দীপ্ত আমাদের স্বরচিত নাটক প্রথমবার মঞ্চস্থ হতে চলেছে দীনবন্ধু মঞ্চে। এই যে ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা তাদের শৈল্পিক কৌশলী মঞ্চে সর্বসমক্ষে তুলে ধরতে পারছে তার জন্য আমরা ঋত্বিক নাট্যগোষ্ঠীর সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্বায়নের যুগে বিদ্যালয়স্তরে নাট্যচর্চার সুযোগ যে খুবই কম তা আমরা যথেষ্ট ভাবে অনুভব করতে পারছি। আমরা একটি দাবিও রাখছি বিদ্যালয়ের পাঠক্রমের মধ্যে নাট্য ও নাটক বিষয়ক কোনো সিলেবাস যদি রাখা সম্ভব হয়। এই চার দিনের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা আশ্চর্যভাবে অবাক হয়ে যাচ্ছি এবং আশা রাখছি অদূর ভবিষ্যতেও যেন বিদ্যালয় ও ছাত্রছাত্রী মহল থেকে ঠিক এর অধিক সাড়া পাবো। এমনটাই টি.এন.আইকে জানান ঋত্বিক নাট্যগোষ্ঠীর সভাপতি শ্রী রতন নন্দী। দলের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে ২য় বর্ষ আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। এ যেন এক যুদ্ধ। তবে আমরা জয়ী এ যুদ্ধে এবং ভবিষ্যতেও হব। টি.এন.আইকে জানান, ঋত্বিক নাট্যগোষ্ঠীর সম্পাদক শ্রী শাশ্বত রঞ্জন মৈত্র।

ছবিঃ ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!