বেলাকোবায় ফুটবল টুর্নামেন্টে রেফারিকে মাটিতে ফেলে বেধড়ক মার

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, বেলাকোবা, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: ফুটবল খেলাকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড ঘটলো জলপাইগুড়ি জেলার বেলাকোবায়। দেখা গেল উন্মত্ত দর্শকরা অসহায় রেফারিকে ধরে মাটিতে ফেলে বেধড়ক ভাবে মারছে। এর পরেই মাঠে থাকা রাজগঞ্জ থানার পুলিশ বাহিনী লাঠি চার্জ করতে শুরু করে। উল্লেখ্য বেলাকোবার স্থানীয় যুব শক্তি অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে একটি ১০ দিন ব্যাপী নক-আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আজ ছিল এর সেমিফাইনাল। সেমি ফাইনালে অংশগ্রহণ করছিল রাজগঞ্জ ওয়েলফেয়ার পরিচালিত রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি বনাম বাংলাদেশের এ.এফ.সি উত্তরা ক্লাব। যদিও রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি দাপট বজায় রেখেছিল কিন্তু গোল বাধে যখন রেফারির একটি সিদ্ধান্ত রাজগঞ্জের সমর্থকরা মেনে নিতে পারেনি। দলে দলে লোকেরা মাঠে নামে এবং রেফারিকে পেয়ে বেধড়ক মারে। এরপর পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেয়। পরে খেলা আবার শুরু হয়। এবং রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি বাংলাদেশের এ.এফ.সি উত্তরা ক্লাবকে ২-১ গোলে হারায় এবং ফাইনালে ওঠে। আগামী ৯ তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!