উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে আজ থেকে শুরু হল থ্রিডি ফিল্ম শো

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই সেপ্টেম্বর, ২০১৮: ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়ামের একটি গুরুত্বপূর্ণ শাখা উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র যা শিলিগুড়ি সাইন্স সেন্টার নামে পরিচিত। শুক্রবার, উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হল থ্রিডি ফিল্ম শো, “গ্রেট ওয়াল অফ চায়না”। এই দিনের মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জ্ঞান জ্যোতি কলেজের অধ্যক্ষ ডঃ মলয় কান্তি করঞ্জাই মহাশয়। তিনি অনুষ্ঠানের সভাপতিত্বও করেন এবং তাঁর শুভ হাতে উদ্বোধন হয় এই নতুন চমকের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব রায় মহাশয় এবং শহর শিলিগুড়ির বহু বিশিষ্টজনেরা। এই দিন সেন্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, শ্রী ঋতব্রত বিশ্বাস টি.এন.আইকে জানান; বিজ্ঞান খুব মজার জিনিস। থ্রিডি বিষয়টি কী, কিভাবে কাজ করে, সেইসব তথ্য তুলে ধরা হয়েছে এই থ্রিডি ফিল্ম শো-এর মাধ্যমে। প্রত্যহ সকাল ১০টা থেকে ৫বার এই শো দেখানো হবে দর্শকদের উদ্দেশ্যে। পুঁথিগত বিদ্যার বাইরে প্রয়োগিক বিদ্যার প্রসার ঘটানোই একমাত্র আমাদের লক্ষ্য। আমাদের অভিপ্রায় হল, “অ্যাট্রাক্ট, হুক, এক্সাইট, অ্যান্ড ইগনাইট দ্য ইনোভেটিভনেস্।”

ভিডিওঃ ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!