আন্তজার্তিক বানিজ্যকেন্দ্র  চ্যাংরাবান্দায় উন্নয়ন পর্ষদ বৈঠক

স্বপন রায় বীর  (টী.এন.আই মেখলীগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ৪ঠা জুলাই, ২০১৮: আগামী ৮ থেকে ১৫ জুলাই এর মধ্য কুচবিহার জেলার ভারত -বাংলাদেশ আন্তজার্তিক  বাণিজ্যকেন্দ্র  চ্যাংরাবান্দা  একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন টা সূত্রের খবর৷ তবে প্রশাসনিক এই বৈঠকে মুখ্য মন্ত্রী আসবেন কী আসবেন না তা এখনও পরিষ্কার নয়৷  প্রশাসনিক সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রী আসলে চ্যাংরাবান্দা অডিটরিরাম হলে অনুষ্ঠিত হবে এই প্রশাসনিক বৈঠক৷ আজ মেখলিগঞ্জ বিডিও অফিস চ্যাংরাবান্দয় চ্যাংরাবান্দা উন্নয়ন পর্ষদ এর একটি  বৈঠক অনুষ্ঠিত হয় ৷বৈঠকে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্দা  উন্নয়ন পর্ষদ এর  চ্যায়ারম্যান তথা বিধায়ক  অর্ঘ্য রায় প্রধান৷ উপস্থিত ছিলেন কুচবিহার জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মেখলিগঞ্জ মহকুমা শাসক, মেখলীগঞ্জ বিডিও সহ অনেকই৷সূত্রের খবর – আগামী কদিনের মধ্যেই আসবেন  মুখ্যমন্ত্রী, এজন্য প্রশাসনিক ভাবে প্রস্তুতি চলছে৷ উল্লেখ্য যে চ্যাংরাবান্দা  উন্নয়ন পর্ষদ প্রথম বৈঠক হয়  ২০১৭ সালে ৬ই আগস্ট মেখলীগঞ্জের জামালদহে৷ উন্নয়ন বোর্ড গঠন হবার পর থেকে এলাকাবাসীর  অভিযোগ ট্রাক টার্মিনাস, রাস্তা ঘাট, কয়েক ঘন্টা ধরে অব্যাহত  যানজট সমস্যা, অল্প বৃষ্টিতেই জলমগ্ন গোটা বাণিজ্য কেন্দ্র প্রভৃতি একাধিক অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের৷যার জেরেই  একাধিক বার পথ অবরোধ – বিক্ষোভ দেখান চ্যাংরাবান্দা নাগরিক মঞ্চ সহ  সাধারণ মানুষ৷ সমস্যাগুলো নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন চ্যাংরাবান্দাবাসি৷  কার্যত বেহাল অবস্থা আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্দার পরিস্থিত ক্ষতিয়ে দেখার পাশাপাশি কতটা কাজ এগোলো, কীকী সমস্যা এই আন্তজর্তিক বাণিজ্য কেন্দ্রের প্রভৃতি ক্ষেত্রে প্রশাসনিক বেঠক করবেন মুখ্যমন্ত্রী এমন টাই জানা যাচ্ছে৷ আজকের বৈঠক শেষে আন্তজর্তিক বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্দার উন্নয়ন পর্ষদ এর চ্যায়ারম্যান অর্ঘ্য রায় প্রধান জানান -“ইতিমধ্যই চ্যাংরাবান্দার এলাকাবাসি, নাগরিকমঞ্চের বিভিন্ন দাবি গুলো গ্রহণ করা হয়েছে ,সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে৷ তিনি আরও জানান – সার্ক রোডের কাজ চলছে, বাণিজ্য কেন্দ্রের মূল এলাকায় কাজ এগিয়ে যাচ্ছে৷অন্যদিকে, বাণিজ্য কেন্দ্রের সংলগ্ন বাজার সহ রাস্তা ঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, দোকান দারদের অভিযোগ – মূল বাণিজ্য সড়ক পথের বেহাল দশার পাশাপাশি বাজার এলাকায় রাস্তা ঘাটের বেহাল দশা, জিরো পয়েন্ট রাস্তাসমস্যা, বাণিজ্য কেন্দ্রের কোথাও  নেই শৌচাগার, সব মিলিয়ে নাজেহাল অবস্থা চ্যাংরাবান্দা বাণিজ্য কেন্দ্রের৷ যদিও এলাকাবাসিরা জানান – চ্যাংরাবান্দায় মুখ্যমন্ত্রী আসলে  সরাসরি তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন৷তবে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা সে বিষয়ে জানা না গেলেও  বিশেষ সূত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী আসবেন বলেই তড়িঘড়ি উন্নয়ন পর্ষদ বৈঠক করা হয় বলে জানা যায়৷আগামী কয়েকদিনের মধ্যই প্রশাসনিক বৈঠক করতে পারেন বলে জানা যায় ৷
  ছবিঃ স্বপন রায় বীর
Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!