শিলিগুড়িতে অনুষ্ঠিত হল চিকিৎসক দিবস উপলক্ষে প্রশ্ন-উত্তরের আসর

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩০শে জুন, ২০১৮: শিলিগুড়িতে পশ্চিম বঙ্গের প্রথম আজ ডা: বিধান চন্দ্র রায় এর জন্ম ও মৃত্যুদিন এবং চিকিৎক দিবস উপলক্ষে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর কক্ষে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্জেন্স’ শীর্ষক একটি প্রশ্ন-উত্তরের আসর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব এবং অধ্যপক কৌশিক গুপ্ত। এছারাও শহরের যে বিশিষ্ট জনেরা ছিলেন এই অনুষ্ঠানে তারা হলেন শহরের স্বনাম ধন্য চিকিৎসক ডঃ শেখর চক্রবর্তী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ সমীর ঘোষ রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুর ভাষণে মন্ত্রী গৌতম দেব ডঃ বিধান চন্দ্র রায় সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

ছবি: আর. সুব্রত (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!