ইদ বাজারেও চোপড়ার আতঙ্কের ছাপ, বিক্রি বাট্টা তলানিতে

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ১৪ই জুন, ২০১৮: ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বিভিন্ন হাটবাজারে আতঙ্কের ভিড় লক্ষ্য করা গেল। জানা গিয়েছে, ঈদের মাত্র আর দুদিন বাকি। তাই মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এই ঈদের দিনে নতুন জামা কাপড় সহ বহু কিছু কেনাকাটা করে। খুবই আনন্দের সাথে সাড়ম্বরে ঈদ সারা দেশে পালিত হয়ে থাকে। কিন্তু পঞ্চায়েত ভোটের শুরু থেকে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া। তাই ঈদের শেষ হাটের দিনেও চোপড়ার জনবহুল দাসপাড়ার হাটে যেন আতঙ্কই গ্রাস করে রয়েছে। প্রতি বছরের তুলনায় হাটে এবার সেরকম একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল না। আর আতঙ্ককে উপেক্ষা করে হাটে পৌঁছনো গ্রামবাসীরা বলছেন, এবারের ঈদে আর সেই আনন্দ নেই, সব সময় একটা ভয় লেগে আছে কখন কি হয়। ঈদের পরেও পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া যে শান্তিপূর্ণ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। পার্টি পার্টি গন্ডগোলের জেরে অনেকেরই আত্মীয় পরিজন ঘরছাড়া। কেউ বা লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছে। রমজান মাস শেষ হলেই মজা দেখাবে বলে হুমকি সোনা যাচ্ছে। ব্যবসায়ীরা নলছেন, রাজনৈতিক সংঘর্ষের জেরে অধিকাংশ সময়ই দোকানপাট বন্ধ ছিল। এবার ঈদে ব্যবসা তেমন নেই। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় বলেন, লোকজন কেনাকাটা করছে তবে সেরকম একটা ভিড় নেই। মানুষের মনে ভয় রয়েছে কখন কি হয়। তাছাড়া অনেকেই এলাকাতেই নেই চোপড়ার বাইরে পরিবারের সাথে ঈদ মানাবে বলে চলে গিয়েছে। বিজেপি মন্ডল সভাপতি অসীম বর্মন বলেন, আতঙ্ককে উপেক্ষা করেও মানুষ হাটে আসছে তবে ঈদের পরও এলাকায় শান্তি ফিরবে এনিশ্চিত করে কেউ বলতে পারছে না। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেন, ঈদের দিন ও পরে এলাকায় শান্তি ফেরাতে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকার পাশাপাশি যেকোনও রকমের বিশৃংখলাকে কড়া হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!