ইসলামপুরে অনুষ্ঠিত হল এই মাসের ‘রোববারের সাহিত্য আড্ডা’

সুশান্ত নন্দী (টী.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩০শে এপ্রিল, ২০১৮: সাহিত্য চর্চা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। সেই আবহ নিয়েই শুরু হলো রোববারের সাহিত্য আড্ডার এই মাসের আড্ডা। এমনই আড্ডা বসেছিল ২৯ এপ্রিল ইসলামপুর ব্লকপাড়ার সেনশর্মা ভবনে। শিশু শিল্পী মোহনা সেনশর্মার ‘চৈত্রের শেষে’ স্বরচিত কবিতায় এদিনের অনুষ্ঠানের প্রারম্ভ। শৌর্য সেন শর্মা শোনায় গাধার আশা কবিতা আবৃত্তি। গীতাঞ্জলি কুন্ডুর হ্যান্ড মেড টিফিনের গল্প উঠে এলো তার স্বরচিত কবিতায়। নজরুলের প্রভাতী কবিতা শোনান পারিজাত সেনশর্মা। পূরবী সেনশর্মার নেই শীর্ষক কবিতা বর্তমান পটভূমিকে মনে করিয়ে দেয়। মনিশঙ্কর দাস মাসের শেষে বাড়িতে অতিথি এলে কি হয় সেই অনুভবের কথা শোনান তার লেখনী থেকে। অভিজিৎ আচার্যের ‘আদিমায়ন’ কবিতা বেশ সুন্দর সমাজ ব্যবস্থার প্রেক্ষণাপট। প্রাবন্ধিক ডঃ বাসুদেব রায় প্রয়াত শিক্ষক ভাস্কর সেনশর্মার স্মৃতি চারণ করার পাশাপাশি এই মহকুমার সাহিত্য আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। বাংলা মাস এবং বাংলা তারিখের ব্যবহার করার বিষয় নিয়ে সবাইকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি। ডাঃ বিনয় ভূষণ বেরার স্বরচিত রম্য রচনা অনবদ্য। উমাদার চায়ের দোকানের নানান ব্যাঙ্গ রসাত্মক ঘটনাবলী উঠে এলো সে রচনায়। উজ্জ্বল দত্ত তার স্বরচিত কবিতা ‘ধোঁয়া’ পাঠ করার পর যেন এক আত্মতৃপ্তির আনন্দ খুঁজে পেলেন। উদয় মন্ডল শোনান প্রথম সাহিত্য আসরে আসার অনুভূতি। তার ভাবনা থেকে বিচ্ছুরিত দুই পঙক্তি শোনালেন বসন্তের কথা। শিপ্রা রায় ‘আমি এখন বেশ আছি’ কবিতায় শোনালেন এক অন্য গল্প। বৈশাখী নববার্তা উঠে এলো নবনীতা সেনশর্মার লেখায়। মঞ্জরী পাল ‘দুর্গা’গল্প পাঠে নিয়ে এলেন তার একান্ত অনুভবকে। প্রসূন শিকদার শোনান তার হৃদয়ের আন্দোলিত শব্দকথা। যা মায়াবী উষ্ণতায় ধরা দেয় দর্শকদের চিত্তে। পরিশেষে নিশিকান্ত সিনহা ‘সমর্পণের স্থিরতা’ শীর্ষক কবিতায় মেলে ধরেন এক অন্তর্নীল প্রতিভাসকে।

ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!