মেখলীগঞ্জ জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচার জোরকদমে চলছে

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৬ই এপ্রিল, ২০১৮: আসন্ন ত্রিস্তরিও পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক আসন জেতার লক্ষ্য নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচার জোরকদমে চলছে থেকে৷ কুচবিহার জেলার মেখলীগঞ্জের তৃণমূল কংগ্রেস শিবিরের পক্ষ থেকে মনোনীত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থীদের হয়ে জোরকদমে প্রচার শুরু হয়েছে৷ এদিন মেখলীগঞ্জের রানীরহাট, কুচলিবাড়ি এলাকায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক মনোনীত প্রার্থীদের প্রচার কর্মসূচিতে কর্মীসভা এবং মিছিল বের করেন৷ মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রার্থী, পঞ্চায়েত সমিতি প্রার্থী সহ মেখলীগঞ্জ তৃণমূল কংগ্রেস সেল এর ব্লক কনভেনর শ্রী উদয় রায় এবং কোর কমিটির অনেক সদেস্যই৷ উল্লেখ্য, যে মেখলীগঞ্জ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতে মোট আসন ১১২টি, পঞ্চায়েত সমিতিতে ২১টি, এবং জেলা পরিষদে দুটি আসন৷ এই আসনে প্রতিটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু অন্য দিকে, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী বহু প্রার্থীর মনোয়নপত্র জমা দিয়েছে। এই নিয়ে শোরগোল পড়েছে তৃণমূল শিবিরেই৷ গত দুই দিন আগে, তৃনমূলের দায়িত্ব প্রাপ্ত বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধানের নির্দেশ মতাবেক এক বিশেষ বৈঠকে তৃণমূল কংগ্রেস এর মনোনয়ন জমা করা বহু প্রার্থীর ডানা ছাঁটা করেন মেখলীগঞ্জ ব্লক যুগ্ম কনভেনর শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার৷ এদিন একটি জরুরি বৈঠকে জমাকৃত মনোনয়ন প্রার্থীদের ডানা ছাঁটা করে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির একুশজন প্রার্থী এবং পঞ্চায়েত প্রার্থীর একশত বারো জনের একটি খসড়া প্রস্তুত করেন। শেষে দুই ব্লক কনভেনর শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার এর অনুমোদনে প্রকাশিত হয় চূড়ান্ত পার্থী তালিকা৷ এই প্রার্থী তালিকা অনুযায়ী  মেখলীগঞ্জের সব অঞ্চলে শুরু হয়েছে প্রচার৷ প্রচার পর্বে সরকারি উন্নয়ন কর্ম হিসাবে আছে কন্যাশ্রী, সবুজসাথি প্রভৃতি উন্নয়ন বার্তা৷ আজকের পথসভা এবং মিছিল পর্বে উপস্থিত ব্লক কনভেনর শ্রী উদয় রায় জানান “মেখলিগঞ্জের প্রত্যেকটি পঞ্চায়েত আসনেই আমরা জয়ী হবো, মা মাটি সরকার মমতা ব্যানার্জির উন্নয়নে গ্রাম গঞ্জের মানুষ উপকৃত হচ্ছে, এলাকায় উন্নয়ন এর গতি বাড়ছে, মানুষ আমাদের সাথেই থাকবে”৷

ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!