ষ্টেশন ও বিমান বন্দরের দূরত্ব কমাতে রাস্তা সংস্কারের উদ্যোগ কুচবিহারে

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২০শে মার্চ ২০১৮: কুচবিহার বিমান বন্দর ও নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের দুরত্ব কমাতে ৪ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় করে বিমান বন্দর সংলগ্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন জানান বিমান সংস্থা “এয়ার ডেকান” কুচবিহার – কোলকাতা বিমান পরিষেবা চালু করতে চলেছে। একদিকে যেমন শহরের নাগরিকদের নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন পৌচ্ছতে সময় অনেকটাই বেচেঁ যাবে অপর দিকে আলিপুরদুয়ার জেলা ও প্রতিবেশী রাজ্য অসম থেকে ট্রেনে আসা যাত্রীরা বিমান বন্দরে পৌছাতে সুবিধে হবে। মন্ত্রী ছারাও এদিন উপস্থিত ছিলেন কুচবিহার পুরসভার চেয়ারম্যান শ্রী ভূষণ সিংহ, আইনজীবী আবদুল জলিল আহমেদ।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!