ময়নাগুরিতে মাধ্যমিকের প্রশ্নপত্র খোলার অভিযোগে অস্বস্তি বাড়ছে প্রধান শিক্ষকের

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২০শে মার্চ ২০১৮: গতকাল ময়নাগুরি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী হরিদয়াল রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসে। অভিযোগ জানানো হয় শিক্ষা দপ্তরে। উল্লেক্ষ্য গতকাল সোমবার মাধ্যমিকের অঙ্ক পরিক্ষার দিন নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্র খুলে বিপাকে পড়েন শিক্ষারত্ন পাওয়া সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়। সেই প্রশ্নপত্র খুলতে দেখে ছবি করেন এস.আই। ছবি পাঠান শিক্ষাদপ্তরে। মঙ্গলবার হরিদয়াল বাবুর এই কীর্তি ঘিরে ছাত্র থেকে শুরু করে অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার শুরু হয়েছে।

বুধবার ময়নাগুরির বিভিন্ন স্কুলে ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ পর্যবেক্ষনে করেন। তিনি বলেন আগামীকাল এর বিষয় সংশ্লিষ্ট দপ্তর খতিয়ে দেখবেন। মঙ্গলবার মাধ্যমিক পরিক্ষার শেষ দিনে কিছু অভিভাবক হরিদয়াল রায়ের গতকালের প্রশ্ন বিভ্রাট প্রসঙ্গে ক্ষোভ উগ্রে দিয়ে বলেন শিক্ষক যদি এমন হয় তাহলে ছাত্র কি শিখবে? এক পরীক্ষার্থীর অভিভাবক শ্রীমতী বেলা রাউত জানান গোটা ঘটনাটি তিনি তার মেয়ের কাছে শুনেছেন ঘটনা যথেষ্ট লজ্জাজনক। অপর এক অভিভাবক অভিযোগ তুলে বলেন প্রতি বছর এই স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রী বের হয় তার নেপথ্যে কি এই কারন রয়েছে। এবং কয়েকবার দেখা গিয়েছে মেধাতালিকায় থাকা অনেকেই হরিদয়াল বাবুর পরিচিত। তাহলে কি এর আসল রহস্য? প্রশ্ন কিন্তু প্রকট হয়েই পড়ে রইলো। তবে হরিদয়াল বাবু সমস্ত ঘটনা কে ভীত্তিহীন বলেছেন। তিনি বলেছেন অঙ্ক পরিক্ষার জন্যই প্রশ্নপত্র আগে খুলেছি এস.আই কিছু না জেনে শুনে ছবি তুলে শিক্ষাদপ্তরে পাঠিয়ে দিয়েছেন। প্রশ্নপত্র লিক করার আমার কোন মানসিকতা ছিলো না

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!