জাতীয় সড়কের কাজে জ্যামের ফলে ময়নাগুরি কর্মীসভায় আসা হল না মুকুল রায়ের

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১৫ই মার্চ ২০১৮: গতকাল ঠিক হয়েছিলো মুকুল রায় ময়নাগুরি আসবেন, কথা বলবেন ইত্যাদি। শেষ পর্যন্ত নেতৃত্বর সাথে কিন্তু তা আর হলো না। বৃহস্পতিবার ময়নাগুরি ধর্মশালায় ভারতীয় জনতা পার্টি ময়নাগুরি শাখার তরফ থেকে মুকুল রায়ের কর্মী বৈঠক ঘিরে ময়নাগুরি ব্লকের বিভিন্ন এলাকা থেকে ময়নাগুরি ধর্মশালায় প্রচুর বিজেপি কর্মীরা আসেন। এদিন দুপুর তিনটের দিকে মুকুল রায়ের বৈঠকের কথা নেতৃত্ব কাছে শুনে লোকজন আসতে শুরু করেন। হঠাৎ সন্ধ্যা নাগাদ বিজেপি জলপাইগুরি জেলা সম্পাদক শ্রী অনুপ পাল জানান তিনি বিভিন্ন কারন বসত ময়নাগুরির কর্মী সভায় আসতে পারছেন না। শ্রী অনুপ পাল সাংবাদিকদের জানান এদিন মুকুল রায় ফালাকাটায় একটি কর্মী সভায় যান। সেখানে দীর্ঘ সময় ধরে সভা চলার কারনে প্রচুর দেরি হয়ে যায়। এরপর মুকুল রায় ময়নাগুরি আসার পথে জাতীয় সড়ক সম্প্রসারন কাজে রাস্তা জ্যাম হওয়ার কারনে এবং তার দার্জিলিং মেলের টিকিট অগ্রিম কাটা থাকায় তিনি ময়নাগুরি শহরে না এসে বাইপাস রাস্তা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। অনুপ বাবু বলেন কিছুদিন আগে ময়নাগুরি ব্লকের জোরপাকড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মিদের সাথে তিনি দেখা ও কথা বলবেন বলেছিলেন। কিন্তু এদিন আর তা হয়ে ওঠেনি। অনুপ বাবু দলীয় কর্মিদের উদ্দেশ্যে বলেন আপনারা হতাশ হবেন না। আগামী মাসে মুকুল বাবু উত্তরবঙ্গ সফরে আবার আসবেন। তখন তিনি ময়নাগুরি আসবেন এবং আপনাদের সাথে দেখা অবশই করবেন। এদিন অনুপ বাবু কথার পর বিজেপি কর্মিরা সভা গৃহ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বিজেপি কর্মীরা জানান আজ অনেক আশা নিয়ে এসেছিলেন মুকুল বাবুর সাথে দেখা করতে দেখা হলো না। কিন্তু আগামী দেনে অবশ্যই দেখা হবে। আমরা কেউ হতাশ নই।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!