মেখলীগঞ্জ পুরসভার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ, চাঞ্চল্য শহরে

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৮ই মার্চ ২০১৮: পৌরসভার দাদাগিরি, স্কুলের জমি দখলের প্রতিবাদে প্রাক্তণ ছাত্র – ছাত্রী, এবং স্কুলের সহ-শিক্ষকদের। অন্যদিকে এই দাদাগীরীর প্রতিবাদে বিজেপীর প্রতিবাদ আন্দোলনকে স্থব্ধ করার জন্য তৃণমূলের বাধা৷ এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কুচবিহার জেলার মেখলীগঞ্জ৷ সূত্রের খবর, অভিযোগ রয়েছে মেখলিগঞ্জ পৌরসভা একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণ করছেন অবৈধভাবে। অভিযোগে বলা হয়েছে এই নির্মাণ হচ্ছে মেখলীগঞ্জ উচ্চতর হাইস্কুলের মাঠে৷ জানা যায়, ওই বিদ্যালয়ের মাঠটিতে অবৈধ ভাবে অধিগ্রহণ করছে মেখলিগঞ্জ পৌরসভা পৌরমাতা মিঠু সিংহ সরকার।

আরও অভিযোগ – পৌরমাতার সাথে স্কুলের প্রধান শিক্ষকের একটা মোটা অঙ্কের টাকার সমঝোতা হয়। উল্লেখ্য, যে স্কুলের পরিচালন কমিটির সভাপতি পৌরসভার পৌরমাতা শ্রী মিঠু সিংহ সরকার, পৌরসভার এই কয়েক কোটি টাকার মূল্যের জমি দখলের দাদাগিরির প্রতিবাদে স্কুলের সহ শিক্ষকরা তালা লাগিয়ে ঘেরাও করে প্রধান শিক্ষককে। এরপর প্রতিবাদী কয়েকজন সহ-শিক্ষক নিগৃহীত হন, এর প্রতিবাদে স্কুলের প্রাক্তণ ছাত্র – ছাত্রীরা মেখলীগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন৷ অন্যদিকে, পৌরসভা দাদাগিরি এবং স্কুলের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির, আবার এই প্রতিবাদ মিছিল বাধা দান তৃণমূলের – এমন টানাপরেনে দিনভর উত্তপ্ত ছিল মেখলীগঞ্জ৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!