জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে পালিত হল উত্তরবঙ্গ উৎসব

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১০ই জানুয়ারি ২০১৮: জেলার বিভিন্ন ব্লকে পালিত হল উত্তরবঙ্গ উৎসব। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উৎসবের সুচনার পর বুধবার জলপাইগুড়ি এবং ধুপগুড়িতে অনুষ্ঠিত হল উওরবঙ্গ উৎসব। বুধবার জলপাইগুড়ির আর্টগেলারিতে অনুষ্টান শুরু হল এদিন। জমির পাট্টা, দলিল ও কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয় এদিন। জানা গেছে সদর ব্লকের ২৩ জন উপভোক্তার হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। এই জমির মালিক দশ বছর পর ওই জমি দলিলের মাধ্যমে বিক্রি করতে পারবে। এর পাশাপাশি প্রায় ১০০ জনের হাতে জমি পাট্টা দেওয়া হয়। এদিন বি এল আর ও বিপ্লব হালদার,  উদয়ন চক্রবত্তি সহ  জমি দাতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে এদিন সদর বিডিও তাপসী সাহা উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে এসটি,  এসসি ছাত্র ছাত্রী দের হাতে নিজেই কাস্ট সার্টিফিকেট তুলে দেয়। অন্যদিকে, ধূপগুড়ি ব্লকের কৃষক বাজারে দুই দিন ব্যাপী উৎসব শুরু হয়।প্রথম দিনে মোট ছয়টি স্টল বানানো হয়েছে। সেখান থেকে অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের আওতায় তপশিলী জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায় ভুক্তদের শংসাপত্র, ব্লকের পাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের কৃষি পাট্টা বিলি, আনন্দধারা প্রকল্পে ঋন দেওয়া, কন্যাশ্রী মেয়েদের শংসাপত্র দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিতালি রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপিকা ওরাও, বিডিও দীপঙ্কর রায় সহ প্রমুখ। এছাড়া এদিন বিশেষ অতিথি হিসেবে আমেরিকা থেকে আগত রাজবংশী ভাষা নিয়ে গবেষনা করতে আসা ক্যারিলিয়ন নামে এক মহিলাকে অনুষ্ঠান প্রদর্শন করেন।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!