থ্যালাসেমিয়া বিষয়ে মানুষকে সচেতন করতে ‘বারাসত থেকে ভুটান’ বাইক র্যা লি ইসলামপুরে

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই জানুয়ারি ২০১৮: তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করেও রক্তদান,পরিবেশ,থ্যালাসেমিয়া এবং দৃশ্য দূষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ভারতের বাংলা থেকে ভুটানের পথে বাইক র‍্যালিতে চলছেন শতাধিক বাইক আরোহী। বারাসাত যুবক সংঘের পরিচালনায় চোদ্দতম বাইক র‍্যালি শুক্রবার ইসলামপুরে এসে পৌঁছায়। অলিগঞ্জে ওই সমাজকর্মী দের সংবর্ধনা জানান জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার। পাশাপাশি র‍্যালিটি পৌরসভায় এলে সেখানে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক শ্রী কানাইলাল আগরওয়াল। এরপর মোট একান্নটি বাইকে একশো দুইজন সহ মোট একশো পঁচিশ জন সদস্য শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন। শনিবার বাইক র‍্যালিটি প্রতিবেশী দেশ ভুটানের ফুন্টসেলিং গিয়ে শেষ হবে। র‍্যালির চিফ কোঅর্ডিনেটর শ্রী সুজন সিকদার জানান, গত ২ জানুয়ারি বারাসতে এই সচেতনতা যাত্রার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ। যাত্রাপথের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে সচেতন করা হচ্ছে। এদিন গোয়াল পোখরের গোয়াগাঁওতে একটি সচেতনতা শিবির করেন গ্রামবাসীদের নিয়ে। সেখানে সমাজকর্মী শ্রী গৌতম বর্মনকে সম্মাননা প্রদান করা হয়। এরপর অলিগঞ্জ সংলগ্ন বেতবাড়িতেও সচেতন করা হয় সাধারণ মানুষকে। বারাসাত যুবক সংঘের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ মৈত্র জানান, এই সচেতনতা র‍্যালিতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হাতে একলক্ষ প্রচার পত্র তুলে দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সম্পাদক শ্রী গোবিন্দ অধিকারী সেই অভিযানে শামিল হয়ে জানান, বেশ কিছুদিন ধরে তিনি ইসলামপুরে থেকে রক্তদান ও থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলেছেন। এদিনের এই সচেতনতা যাত্রায় সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে। আগামী ৯ই জানুয়ারি ফেরার পথে ইসলামপুরে একটি সচেতনতা শিবির করা হবে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!