ফালাকাটায় জাতীয় সড়কের উপর ভেঙে পড়লো আলোক তোরণ

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ২১সে অক্টোবর ২০১৭:  ফালাকাটা শহরের উপর ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়লো শ্যামা পূজার আলোক তোরণ। এনিয়ে ফালাকাটা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে । বন্ধ হয়ে যায় যান চলাচল, বেশ কিছুখন  ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় পূর্ব ভারতের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার ভাতৃ দ্বিতীয়ার দিন সকাল ৯ টা নাগাত হঠাত্ করে ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়লো ফালাকাটা সুভাষ পল্লী ইউনিটের শ্যামা পূজার আলোক তোরণ। ঘটনাটি ঘটেছে ৩১ নং জাতীয় সড়কের উপর ফালাকাটা মেইন রোড এর উপর। জানা গিয়েছে ৫৫ ফুট আলোক সাজ্জার গেটটি সুভাষপল্লী ইউনিটের শ্যামা পূজা উপলক্ষে তৈরি করা হয়েছিল। গেটটি ভেঙে পড়ায় কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়, আসাম তথা কোচবিহারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও যানজটের সৃষ্টি হয়, তবে দ্রুত ভাঙা গেটটি সরানো হয় ও যান চলাচল স্বাভাবিক করা হয় বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর আলোক সাজ্জার গেটটি একটি বাস ও টোটো গাড়ির উপর ভেঙে পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সামন্য আহত হয়েছ টোটো চালক এমনটাই জানিয়েছে প্রত্যক্ষ দর্শীরা।ফালাকাটা সুভাষ পল্লী ইউনিটের শ্যামা পূজা কমিটির সম্পদক সুরঞ্জিত সাহা জানিয়েছেন বৃষ্টির জন্য মাটি নরম হয়ে যায় ও ঝরো হওযা থাকার ফলে আলোক তোরণ টি রাস্তার উপর ভেঙ্গে পরে। তবে এর ফলে কোনো খতি হয়নি। আমরা দ্রুত পরিষ্কার করে যান চলাচল সাভাবিক হয়েছে। এবিষয়ে ক্লাবে সকলকে নিয়ে আলোচনায় বসেছি। বিষয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ সুরেশ লালা ফোনে জানান তিনি বাইরে আছেন, এবিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রধান সড়কের উপর এভাবে আলোক তোরণ ভেঙ্গে পরায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে না দেখে কি ভাবে এধরনের ঝুঁকি পূর্ণ অনুমতি দেয়। এবার দেখার এব্যপারে প্রশাসন কি ব্যবস্থা নেই সেই দিকেই তাকিয়ে ফালাকাটা বাসি।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!